আক্রান্ত স্থানে ভালো করে চুলকিয়ে কটন বা পরিষ্কার তুলায় মাখিয়ে সকালে এবং রাত্রে লাগাতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেরে যাবে ইনশাআল্লাহ্। আক্রান্ত স্থানে লাগানোর পর জামা কাপড় পড়লেও জামা কাপড়ে লাগবে না, সাথে সাথে শুকিয়ে যায়। সেরে যাবার পর আক্রান্ত স্থানে কোন রোগের চিহ্নই থাকবে না ইনশাআল্লাহ্।